ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলা একাডেমির সভাপতি হলেন আবুল কাসেম ফজলুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
বাংলা একাডেমির সভাপতি হলেন আবুল কাসেম ফজলুল হক আবুল কাসেম ফজলুল হক

বুদ্ধিজীবী, প্রথিতযশা প্রাবন্ধিক ও বরেণ্য গবেষক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমির সভাপতি নিয়োগ দিয়েছে সরকার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে তিন বছরের জন্য এই নিয়োগ দিয়ে ২৪ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, বাংলা একাডেমি আইন-২০১৩ (২০১৩ সনের ৩৩ নং আইন) এর ধারা ৬(১), ধারা ৬(২) ও ধারা ৬(৩) অনুযায়ী আবুল কাসেম ফজলুল হককে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলী ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।