ঘাত প্রতিঘাত
দ্বন্দ্বটা এখন আর পূর্ব পশ্চিমের নয়
কোনো তন্ত্র, বাদ কিংবা বিসংবাদেরও নয়
এসে গেছে ঘাত প্রতিঘাতের এক ক্ষুধার্ত সময়
খাদক না হতে পারলে নিজেকেই খাদ্য হতে হয়।
সমান্তরাল
আনমনে পথ হেঁটেছি দুজন
সহস্র কদম যোজন যোজন
তবু ঘুচল না মোটেও দূরত্বের আড়াল;
শূন্যতাই হলো শেষ সম্বল
পথ পরিক্রমণ পুরো নিষ্ফল
মুখোমুখি না হেঁটে হেঁটেছি সমান্তরাল
undefined
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫।