ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

নেপাল যাচ্ছে তামান্নার নেতৃত্বে সাংস্কৃতিক প্রতিনিধি দল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, ডিসেম্বর ১১, ২০১৫
নেপাল যাচ্ছে তামান্নার নেতৃত্বে সাংস্কৃতিক প্রতিনিধি দল

ঢাকা: নৃত্যশিল্পী তামান্না রহমানের নেতৃত্বে নেপাল যাচ্ছে ‘নৃত্যম-নৃত্যশীলন কেন্দ্রে’র নয় সদস্যের সাংস্কৃতিক প্রতিনিধি দল।

মহান বিজয় দিবস উপলক্ষে নেপালে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিতে আগামী ১৩ ডিসেম্বর সেখানে যাচ্ছে প্রতিনিধি দলটি।



undefined

১৬ ডিসেম্বর বিকেলে কাঠমান্ডুর রাষ্ট্রীয় সভাগৃহ মিলনায়তনে নৃত্য পরিবেশন করবে প্রতিনিধি দলটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও ‘ফ্রেন্ড অব বাংলাদেশ’ সম্মাননাপ্রাপ্ত সুশীল কৈরালা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষিকা ও নৃত্যশিল্পী তামান্না রহমান পরিচালিত ‘নৃত্যম-নৃত্যশীলন কেন্দ্রে’র এ প্রতিনিধি দলে রয়েছেন- সুব্রত দাস, জয়ন্তী সামান্থা, শহীদুল ইসলাম, কথা, ছোঁয়া, ফারজিন, বিথি ও মাহমুদুল।

এ প্রতিনিধিরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও অর্জন নৃত্যকলার মাধ্যমে উপস্থাপন করবেন। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ঐতিহ্যবাহী মনিপুরী নৃত্য এবং দ্বিতীয় পর্বে লোকজ, দেশজ, রবীন্দ্র ও নজরুলসংগীতে নৃত্য পরিবেশন করবেন তারা।

প্রতিনিধি দলটি ১৭ ডিসেম্বর দেশে ফিরবে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।