শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত জাদুঘরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
হাসুমণির পাঠশালা এ প্রদর্শনীর আয়োজন করে।

বক্তব্য রাখছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: বাংলানিউজ
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ছিলেন বরণ্যশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, জাদুঘরের মহাপরিচালক মো. মাকসুদুর রহমান পাটওয়ারী।স্বাগত বক্তব্য রাখেন জাদুঘরের সচিব মো. শওকত নবী। সভাপতিত্ব করেন হাসুমণির পাঠাশালার সভাপতি মারুফা আক্তার পপি।
বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: বাংলানিউজ
স্পিকার শিরীন শারমিন বলেন, এটি একটি অনন্য উদ্যোগ। জন্মদিন অনুষ্ঠান বিভিন্নভাবে উদযাপন করা হয়ে থাকে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে, অর্থনৈতিক সূচকে উন্নয়নে ও দেশের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই তার জন্মদিনের অনুষ্ঠান সৃষ্টিশীল কাজের মাধ্যমেই উদযাপন করা উচিত। এমন গঠনমূলক কাজগুলোকে উৎসাহিত করা ও শিল্পীদের অনুপ্রাণিত করা দরকার আমাদের। তাদের সহযোগিতা করা ও প্রশিক্ষণের আওতায় আনতে পারলে শিল্পীদের প্রতিভা বিকাশ সম্ভব।সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী নিজের মেধা ও যোগ্যতায় আরেকজন ব্যক্তিত্ব হিসেবে নিজেকে উদ্ভাসিত করেছেন। যেটি অনেক কঠিন। কারণ বটগাছের নিচে কোনো গাছ টেকে না। কিন্তু প্রধানমন্ত্রী এটিকে ব্যর্থ প্রমাণ করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এসকেবি/এএটি