ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

নারী দিবসে বেঙ্গলে জীবন্ত বইয়ের অভিজ্ঞতা

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৬, মার্চ ৯, ২০১৯
নারী দিবসে বেঙ্গলে জীবন্ত বইয়ের অভিজ্ঞতা বেঙ্গল বই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘বই হয়ে যাই’ আয়োজন

ঢাকা: বিশ্ব নারী দিবস উপলক্ষে বেঙ্গল বই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘বই হয়ে যাই’ শিরোনামে ভিন্নধারার এক আয়োজন।

শুক্রবার (০৮ মার্চ) বিকেলে বেঙ্গল বই ও হিউমান লাইব্রেরী বাংলাদেশের আয়োজনে পাঠকরা সরাসরি প্রত্যক্ষ করেন ‘জীবন্ত বই’ এর অভিজ্ঞতা।

অর্থাৎ আয়োজনের বইগুলো প্রত্যেকটি এক একজন মানুষ।

হিউম্যান লাইব্রেরি'র বইগুলো গতানুগতিক বই পড়ার মতো নয়। এখানে প্রতিটি লেখক বই হয়ে নিজেই নিজেদের গল্প বলে ও সেই সঙ্গে পাঠকের নানান প্রশ্নের উত্তরও দেয়।

এসব গল্পের মধ্যে তাদের জীবনের সংগ্রাম ও সফলতার গল্প এবং তাদের এভাবে বই হয়ে উঠার গল্পও স্থান পায়। গল্পকার এ বৈচিত্র্যময় বইগুলোর গল্প সরাসরি উপস্থাপন করেন পাঠকের সামনে। প্রতি বইয়ে উঠে আসে নানান গল্প।

কোনো গল্পে থাকে সামাজিক সংস্কারের বিরুদ্ধে সংগ্রামের কথা, কোনটি পারিবারিক নির্যাতনের স্বীকার হওয়া গল্প, আবার কোনটি একেবারেই ব্যক্তিগত শোক, সুখ-দুঃখের গল্প, আবার কোনটি সব বাধা তুচ্ছ করে ঘুরে দাঁড়ানোর গল্প। আর ভিন্ন ধারার এ আয়োজনে বেশ আগ্রহ ও সন্তুষ্টিও প্রকাশ করেছে পাঠকরা।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এইচএমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।