ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

সুফিয়া কামালের জন্মদিনে ছায়ানটের আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০২, জুন ২২, ২০১৯
সুফিয়া কামালের জন্মদিনে ছায়ানটের আয়োজন দলীয় নৃত্য পরিবেশন, ছবি: বাংলানিউজ

ঢাকা: মানুষ হিসেবে নিজেদের আত্মসম্মানবোধ ও আত্মশক্তি জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।

কবি সুফিয়া কামালের ১০৮তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (২১ জুন) ছায়ানট আয়োজিত ‘সুফিয়া কামাল স্মারক বর্ষা’ উৎসবে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

সুলতানা কামাল বলেন, এখন দেশের মানুষের সামনে সবচেয়ে বড় সঙ্কট আমরা ভীষণ একা।

আমরা আত্মশক্তিতে নিজেকে চিনতে-জানতে শিখি নাই। আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। ভাবি না নিজেকে সংগঠিত করতে হবে।

‘তুষার শান্তি সুন্দর কান্তি’ রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্য-গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইফফাত বিনতে নাজির, চঞ্চল বড়াল, ইফফাত আরা দেওয়ান একক রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।  

এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘এ ঘন ঘোর রাতে’, নাসিমা শাহীন ফ্যান্সি ‘রুম ঝুম রুম ঝুম’, সন্জিদা জোহরা বীথিকা ‘এলো কৃষ্ণ কানাইয়া’, সুমন মজুমদার ‘আসিলে এ ভাঙা ঘরে’, লতিফুন জুলিও ‘কেন করুণ সুরে’, বিজন চন্দ্র মিস্ত্রী ‘ঝর ঝর ঝরে শাওন ধারা’ গেয়ে শোনান রেজাউল করিম।  

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বজ্রমানিক দিয়ে গাঁথা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বরষা এলো, বরষা এলো, চঞ্চল শ্যামল এসো গগনে গানে দলীয় নৃত্য পরিবেশিত হয়।  

সর্বশেষ বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে যন্ত্রসংগীত বাজিয়ে সহযোগিতা করেছেন- তবলায় অজয় দাস এবং সুবীর দাস। এস্রাজে অসিত বিশ্বাস। সেতার-বাদন ফিরোজ খান। মন্দিরায় প্রদীপ কুমার রায়।

বাংলাদেশের সময়: ০১৫৫ ঘণ্টা, জুন ২২, ২০১৯
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।