ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

নীলোৎপল বড়ুয়ার ‘মর্ত্যে রচিব অমরাবতী’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, এপ্রিল ৩, ২০২১
নীলোৎপল বড়ুয়ার ‘মর্ত্যে রচিব অমরাবতী’ বইয়ের প্রচ্ছদ।

এবারের বই মেলায় আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে নীলোৎপল বড়ুয়ার ‘মর্ত্যে রচিব অমরাবতী’ কবিতার বই।

কক্সবাজারের রামুর সন্তান নীলোৎপল বাংলাদেশ বেতার কক্সবাজার এর তালিকাভুক্ত অনুষ্ঠান ঘোষক ও সংবাদ পাঠক।

দীর্ঘ ২০ বছর তিনি শিক্ষকতা করেছেন নাইক্ষ্যংছড়ি হাজী এমএ কালাম কলেজে।

মলাটবদ্ধ হয়ে এটি তার কবিতার প্রথম প্রকাশ। ইংরেজি সাহিত্যের ছাত্র নীলোৎপল বড়ুয়া সমাজের প্রতি-মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে রচনা করেছেন কবিতা, যেখানে ঘুরেফিরে এসেছে মানুষ, সমাজ ও সভ্যতার কথা।
 
‘মর্ত্যে রচিব অমরাবতী’ বইয়ের প্রচ্ছদ করেছেন রেজাউল করিম রেজু। বইটি পাওয়া যাচ্ছে আগামী প্রকাশনীর প্যাভিলিয়ন-৭ এবং রকমারীতে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।