ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

লাইফ সাপোর্টে বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, এপ্রিল ১২, ২০২১
লাইফ সাপোর্টে বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান শামসুজ্জামান খান

ঢাকা: করোনার কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। পরিস্থিতির অবনতি হলে সম্প্রতি তাকে ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে আছেন।

সোমবার (১২ এপ্রিল) বাংলা একাডেমির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলা একাডেমি সূত্র জানায়, শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (১১ এপ্রিল) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, জানিয়েছিল বাংলা একাডেমি।

সেসময় জানানো হয়, শামসুজ্জামান খান ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার-পাঁচদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন>> শামসুজ্জামান খানসহ বাংলা একাডেমির চারজন করোনা আক্রান্ত

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এইচএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।