ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হতে পারে এমিরেটস এয়ারলাইন্স

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হতে পারে এমিরেটস এয়ারলাইন্স

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হতে পারে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।

এমিরেটস এয়ারলাইন্সের পশ্চিম এশিয়া ও ভারত মহাসাগর অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ হাশিম খুরী সম্প্রতি দুবাইয়ের আমিরাতের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই এর সুযোগ রয়েছে। এপ্রিল থেকে আমাদের নতুন অর্থ বছর শুরু হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেট দলকে স্পন্সরের পরিকল্পনা আছে।

তিনি আরও বলেন, কেবল আমিরাত নয়, আমি নিশ্চিত যে অন্যান্য এয়ারলাইনসও স্পন্সর করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে পরিকল্পনায় রাখছে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এমকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।