ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

এয়ার এরাবিয়ার ঢাকা - রাস আল খাইমাহ রুটে ফ্লাইট চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মে ৭, ২০১৪
এয়ার এরাবিয়ার ঢাকা - রাস আল খাইমাহ রুটে ফ্লাইট চালু

ঢাকা: ঢাকা - রাস আল খাইমাহ রুটের ফ্লাইট চালু করছেে এয়ার এরাবিয়া। মঙ্গলবার উদ্বোধনী প্লনেটি রাস আল খাইমাহ হতে ১৫৭ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আর্ন্তজার্তিক বিমান বন্দরে অবতরণ করে এবং ১৬২ জন যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করে।



বিমানটি অবতরণরে পর বাংলাদেশে নিযুক্ত এয়ার এরাবিয়ার কান্ট্রি ম্যানেজার বিশ্বজিৎ ঘোষ এবং এয়ার এরাবিয়ার জিএসএ- ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লি: এর পরিচালক আবদুর রহিম যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাস আল খাইমাহ’র মনোনীত এয়ারলাইনস হিসেবে এয়ার এরাবিয়া এই রুটে সপ্তাহে ৩ টি ফ্লাইট পরিচালনা করবে। প্রাথমিকভাবে রাস আল খাইমাহ হতে সরাসরি ৮টি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে এয়ার এরাবিয়া ঢাকা - শারজাহ রুটে দৈনিক ২ টি করে সাপ্তাহিক ১৪টি এবং চট্রগ্রাম-শারজাহ রুটে সাপ্তাহিক ১১টি করে পরিচালনা করছে।

রাস আল খাইমাহ’কে অধিকতর গন্তব্যসমুহের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে এই অঞ্চলে পযর্টন শিল্পের প্রসার সাধনের লক্ষ্যেই এই গত ফেব্রুয়ারেিত রাস আল খাইমাহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং এয়ার এরাবিয়ার মধ্যে চুক্তি সই হয়।

অক্টোবর ২০০৩ সালে প্রতিষ্ঠিত এয়ার এরাবিয়া বর্তমানে শারজাহ, আলেকজান্দ্রিয়া ্ও কাসাব্লাঙ্কার ০৩ টি আর্ন্তজার্তিক কেন্দ্র হতে মধ্যপ্রাচ্য, ভারত উপমহাদেশ, ইউরোপ ও উত্তর আফ্রিকার মোট ৯০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

বাংলাদশে সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।