ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইউনাইটেডের অভিজ্ঞতা জানান, মন্তব্য দিন

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মে ২০, ২০১৪
ইউনাইটেডের অভিজ্ঞতা জানান, মন্তব্য দিন

ইউনাইটেড এয়ারওয়েজ। একটি বেসরকারি এয়ারলাইন্স।

এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। বিশেষ করে এর যাত্রীসেবা নিয়ে রয়েছে শত অভিযোগ।

বাংলানিউজের পাঠকের সামনে এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তারপরেও আসছে আরও নতুন অভিযোগ। কিন্তু ইউনাইটেডের পরিবর্তন নেই। বরং বাড়ছে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা। এছাড়াও বৈমানিক তৈরির প্রশিক্ষণের নামে প্রতারণারও অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে। রয়েছে শেয়ারবাজার থেকে বিপুল অংকের টাকা তুলে নেওয়ার অভিযোগ। এটি একটি ‘ওয়ান ম্যান শো’ প্রতিষ্ঠান। এর মালিক যেমন খুশি তেমনভাবেই চালাচ্ছেন ইউনাইটেড এয়ারওযেজ। বেবিচকের নিয়ম-নীতিও অমান্য করে চলছেন। এ ধরনের অভিযোগ নিয়ে ভুক্তভোগীদের অনেকেই ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন বাংলানিউজের সঙ্গে। প্রতিকারও চেয়েছেন। এদের কেউ যাত্রী, কেউ কর্মী, কেউবা ইউনাইটেডের সঙ্গে ব্যবসায়িকভাবে জড়িত। তাদের প্রতিক্রিয়া রিপোর্টের মাধ্যমে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। এখনো আসছে অভিযোগ। ইউনাইটেডে অভিজ্ঞতা ও অভিযোগ কিংবা প্রতিষ্ঠানটির এহেন কর্মকাণ্ডে প্রতিক্রিয়া বা মন্তব্য জানাতে বাংলানিউজকে ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]। ইউনাইটেড এয়ার যাত্রীসেবাসহ মানসম্মতভাবে ফ্লাইট পরিচালনা করুক তাদের প্রতারণা থেকে মুক্ত হোক সংশ্লিষ্ট সবাই এটাই প্রত্যাশা।

বাংলাদেশ সময় ২১৩১ ঘণ্টা, মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।