ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

যুক্তরাষ্ট্রে কৃষিক্ষেতে প্লেন বিধ্বস্ত, বৈমানিক অক্ষত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
যুক্তরাষ্ট্রে কৃষিক্ষেতে প্লেন বিধ্বস্ত, বৈমানিক অক্ষত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের জেরোম গ্রামে রাসায়নিক পদার্থ ছিটানোর সময় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে বৈমানিক অক্ষত রয়েছেন।



সম্প্রতি সংঘটিত এ দুর্ঘটনার খবর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

জানা গেছে, বৈমানিক মাইকেল জুরাক অতিরিক্ত লোড নিয়ে উড্ডয়ন করছিলেন। প্রায় ৮০০ গ্যালন তরল কীটনাশক নিয়ে উড্ডয়নকালে শিম ক্ষেতের কাছে এটি বিধ্বস্ত হয়। জেরোম ফায়ার সার্ভিস ঘটনার তদন্ত করছে।   
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘন্টা, আগস্ট ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।