ঢাকা: বাড়িটির মাত্র ৪০ ফুট ওপর দিয়ে প্রতিদিন সহস্রাধিক উড়োজাহাজ ওঠানামা করে। অথচ এ ব্যাপারে বাড়ির বাসিন্দাদের কোনো বিরক্তি নেই।

undefined
ইউরোপের ব্যস্ততম লন্ডনের হিথ্রো বিমানবন্দরের রানওয়ের কাছে বাড়িটির বর্তমান মূল্য প্রায় দুই লাখ ৭৬ হাজার ৯৪৬ পাউন্ড।

undefined
এই বাড়ির ছাদের ৪০ ফুট ওপর দিয়ে প্রতিদিন গড়ে এক হাজার ৮০টি এবং বছরে আড়াই লাখের বেশি উড়োজাহাজ ওঠানামা করে হিথ্রোয়।
বিমানবন্দরের পাশেই মার্শাল এভিনিউয়ে অবস্থিত বাড়িটির বাসিন্দারা প্রতিনিয়ত উড়োজাহাজ ওঠানামার দৃশ্য অবলোকন করেন। উড়োজাহাজ ওঠা নামার দৃশ্যটিই দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় করেন বাড়িটিতে।

undefined
ওই এলাকার বাসিন্দা ও গাড়িচালক হিমেশ প্যাটেল (২২) বলেন, দর্শনার্থীরা এতোই ভিড় করেন এবং এতোই মুগ্ধ থাকেন যে তাদের সরাতে অনেক সময় ঘণ্টা ধরে গাড়ির হর্ন বাজিয়েও রাস্তা থেকে সরানো যায় না।

undefined
উড়োজাহাজের ওঠানামা দেখতে লোকজন কম্বল, তাঁবু, চেয়ার, ক্যামেরা নিয়ে এসে বাড়িটির সামনে ভিড় জমান বলেও জানান তিনি।
প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টার মধ্যে হিথ্রো বিমানবন্দরে উড়োজাহাজগুলো ওঠানামা করে।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪