ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

আড়াইহাজারে বাসচাপায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তিনগাঁও এলাকায় বাসের চাপায় আবদুল মতিন মিয়া (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে গোলাকান্দাইল-আড়াইহাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
এসময় বিক্ষুব্ধ শ্রমিক ও জনতা ঘাতক বাস আটক করে ভাঙচুর করে এবং প্রায় দুই ঘণ্টা গোলাকান্দাইল-আড়াইহাজার সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত মতিন একই উপজেলার মনোহরদী এলাকার কাশেম মিয়ার ছেলে। তিনি স্থানীয় ফকির ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিক।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, সকালে বাইসাইকেলে করে জেলার রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন আবদুল মতিন। পথে তিনগাঁও এলাকায় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে, শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ও শ্রমিকরা বাসটি আটক করে ভাঙচুর করে। পরে তারা গোলাকান্দাইল-আড়াইহাজার সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় দিকে  যানজট সৃষ্টি হয়। এর প্রায় দুই ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা। বর্তমানে (বেলা সাড়ে ১১টা) পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।