ঢাকা: উড়োজাহাজ কীভাবে তৈরি হয়, তা জানতে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। এ কৌতুহল কিছুটা হলেও মেটাতে সাহায্য করবে ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার তৈরির একটি ভিডিও।
ভিডিওটিতে দেখা যায়, লন্ডনভিত্তিক এয়ারওয়েজটি দ্রুত সময়ের মধ্যে ৭৮৭-৯ ড্রিমলাইনার অ্যাসেম্বল করছে। যা চলতি বছর এয়ারলাইন্সটির বহরে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।

undefined
২১৬ আসন বিশিষ্ট রোলস-রয়েস ট্রেন্ট দুই ইঞ্জিনের ‘ড্রিমলাইনার’ খ্যাত এ উড়োজাহাজ চলবে আবুধাবি, দুবাই, দিল্লি, কুয়ালালামপুর, মাস্কট, অস্টিন এবং টেক্সাস রুটে।
ওয়াশিংটনের সিয়াটলের বিশাল কারখানায় তৈরি করা প্র্রথম ড্রিমলাইনারটি গত সপ্তাহে হস্তান্তর করা হয় ব্রিটিশ এয়ারওয়েজের কাছে। সাধারণ উড়োজাহাজের প্রথম শ্রেণিতে ১৪ জনের বসার ব্যবস্থা থাকলেও ড্রিমলাইনারে এ আসন সংখ্যা ৮।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
জেডএস