ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

উড়ন্ত প্লেনে ক্যাপ্টেনের মৃত্যু

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
উড়ন্ত প্লেনে ক্যাপ্টেনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: দেড়শ’ আরোহী নিয়ে উড়ন্ত অবস্থায় আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনের এক ক্যাপ্টেনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে ‘অসুস্থতাজনিত’ কারণে মৃত্যু হতে পারে।

ফ্লাইটের এক যাত্রীর বরাত দিয়ে সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের ফনিক্স থেকে বোস্টনগামী এয়ারবাস এ৩২০’র ক্যাপ্টেন হঠাৎ অসুস্থতা বোধ করেন। বিষয়টি এয়ার কন্ট্রোলে জানানো হলে জরুরি অবতরণের কথা বলা হয়। এ সময় ১৪৭ যাত্রী ও ৫ ক্রু নিয়ে ফ্লাইটটি নিকটবর্তী সিরাকুসে জরুরি অবতরণ করে।

তবে জরুরি অবতরণের পর ক্যাপ্টেনকে ওষুধ দেওয়া হলেও তার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওই যাত্রী বলেন, ইন্টারকমে যখন ঘোষণা দেওয়া হয় তখনই আমরা বুঝতে পারি কিছু একটা ‘ঘটতে’ যাচ্ছে।

এ অবস্থায় কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই কো-পাইলটকে ফ্লাইটটি অবতরণের দায়িত্ব নিতে হয়। যদিও শেষ পর্যন্ত তিনি তা সফলভাবে অবতরণ করতে পারেন।

এদিকে, উড়ন্ত অবস্থায় কোনো এক সময় ফ্লাইটটি হঠাৎ অনেকখানি নিচে নেমে আসে বলে এয়ারলাইন্সটির ওয়েবসাইটে জানা যায়।

স্ট্যান্ডার্ড নিয়মানুযায়ী, চল্লিশোর্ধ্ব পাইলটদের বছরে দু’বার মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। আর উড়ন্ত অবস্থায় বাণিজ্যিক ফ্লাইটে ৫৭ বছর বয়সী এ পাইলটের মৃত্যুর ঘটনা ১৯৯৪ সালের পর অষ্টম।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।