ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইউএস-বাংলা এয়ারলাইন্সে বাংলালিংক গ্রাহকদের ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
ইউএস-বাংলা এয়ারলাইন্সে বাংলালিংক গ্রাহকদের ছাড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের জন্য বিশেষ অফার চলছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। টিকিটের মূল মূল্যের উপর ১১ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা।



আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এ ছাড় পাবেন বলে বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলালিংক।

বিশেষ এ ছাড় পাওয়ার জন্য বাংলালিংক গ্রাহকদের মেসেজ অপশনে গিয়ে ইউ-বাংলা>>স্পেস>>মূল ভাড়া (usbangla space base fare amount) লিখে ২০১২ নম্বরে পাঠাতে হবে। তবে একজন গ্রাহক এই উপায়ে একসঙ্গে চারটির বেশি টিকিট কাটতে পারবেন না।

সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগারস ডেনে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। ২০ সেপ্টেম্বর থেকে এ অফার শুরু হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে বাংলালিংকের হেড অব ম্যাস মার্কেট অ্যান্ড লয়েলটি অ্যান্ড পার্টনারশিপ মাহবুবুল আলম; লয়েলটি অ্যান্ড পার্টনারশিপ অ্যাসিসট্যান্ট ম্যানেজার ইয়াশের আরাফাত হোসাইন ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস শফিকুল ইসলাম এবং ম্যানেজার রিজার্ভেশন টিএম মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।