ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বোস্টনে এমিরেটসের দ্বিতীয় দৈনিক ফ্লাইট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
বোস্টনে এমিরেটসের দ্বিতীয় দৈনিক ফ্লাইট

ঢাকা: যুক্তরাস্ট্রে নেটওয়ার্ক সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি বোস্টনে আরও একটি দৈনিক ফ্লাইট চালু করেছে এমিরেটস এয়ারলাইন্স।

রোববার (১২ অক্টোবর) দুবাইভিত্তিক এ উড়োজাহাজ পরিচালন সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে দৈনিক দ্বিতীয় ফ্লাইটটি চালানো হচ্ছে। অন্যটির মতো বোয়িং ৭৭৭-৩০০ ই আর উড়োজাহাজ দিয়েই এসব ফ্লাইট চালাচ্ছে সংস্থাটি।

যুক্তরাস্ট্রের জেট ব্লু এয়ারওয়েজের সঙ্গে ইন্টারলাইন পার্টনারশিপ চুক্তি থাকার ফলে এমিরেটস ফ্লাইটে ভ্রমণকারীরা বোস্টন থেকে যুক্তরাস্ট্রের বিভিন্ন শহরে ভ্রমণের বিশেষ সুবিধা পাবেন বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেট ব্লু  বর্তমানে বোস্টন লোগান বিমানবন্দর সি টার্মিনাল থেকে যুক্তরাস্ট্রের ৪২টি শহরে ফ্লাইট পরিচালনা করছে।

এমিরেটস এয়ারলাইন্সও সি টার্মিনাল ব্যবহার করার ফলে যাত্রীরা দ্রুত সংযোগ সুবিধা পাবেন।

আমেরিকার পাস ব্যবহারকারী এমিরেটস যাত্রীরা যুক্তরাস্ট্র, কানাডা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ নিতে পারবেন।

এদিকে জেট ব্লু, আলাস্কা এয়ারলাইন্স, ভার্জিন আমেরিকা, ওয়েস্টজেট এয়ারলাইন্স এবং পোর্টার এয়ারলাইন্সের সঙ্গেও পার্টনারশিপ চুক্তি রয়েছে এমিরেটসের।

তাই এক টিকিট ব্যবহার করেই যুক্তরাস্ট্রের ১০টি গন্তব্যে সংযোগ ফ্লাইট সুবিধা পাবেন এমিরেটসের ভ্রমণকারীরা।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।