ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

মায়ানমার পৌঁছেছে নভোএয়ারের প্রথম ফ্লাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
মায়ানমার পৌঁছেছে নভোএয়ারের প্রথম ফ্লাইট ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মায়ানমার যাত্রার মাধ্যমে আন্তর্জাতিক রুটে ডানা মেলেছে দেশীয় বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি মঙ্গলবার (০১ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে পৌঁছে।



এয়ারলাইন্সটির মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ব্যবস্থাপক কে এম মাহফুজুল আলম বাংলানিউজকে জানান, এমব্রেয়ার ইআরজে ১৪৫ প্লেনটি বেলা সাড়ে এগারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইয়াঙ্গুনের উদ্দেশ্যে যাত্রা করে।

ফ্লাইটটি মায়ানমারের স্থানীয় সময় দুপুর পৌনে দু’টায় ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। উদ্বোধনী ফ্লাইটে মায়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানসহ বিশিষ্টজনরা ছিলেন বলে জানিয়েছেন নভোএয়ারের কর্মকর্তারা।

অন্যদিকে ইআরজে ১৪৫ ফ্লাইটটি স্থানীয় সময় সোয়া দু’টায় বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে বিকেল চারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে জানান এয়ারলাইন্সটির কর্মকর্তারা।

এর আগে সকালে আন্তর্জাতিক ফ্লাইটের উদ্বোধনকালে নভোএয়ারের  ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, বাংলাদেশ-মায়ানমারের পর্যটন স্পটগুলোর প্রচারণা চালাচ্ছে নভোএয়ার। পর্যটক ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষদের জন্য নভোএয়ার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে। মায়ানমারের পর এশিয়ার অন্যান্য দেশগুলোতেও নভোএয়ার যাত্রা করবে।

২০১৩ সালের ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে প্রথম ফ্লাইট পরিচালনা শুরু করে নভোএয়ার। তিন বছর না পেরুতেই এয়ারলাইন্স কর্তৃপক্ষ আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে ১ ডিসেম্বর মায়ানমারের উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করলো নভোএয়ার।

যাত্রার প্রথম বছরই অভ্যন্তরীণ রুটে চার হাজার ৫০০টি ফ্লাইটের মাধ্যমে এক  লাখ ৫০ হাজার যাত্রী পরিবহন করে নভোএয়ার।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
ইউএম/জেডএস

** আন্তর্জাতিক রুটে নভোএয়ার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।