ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইঁদুর ‘আতঙ্কে’ ফিরতি পথে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
ইঁদুর ‘আতঙ্কে’ ফিরতি পথে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছবি: সংগৃহীত

ঢাকা: ‘স্নেকস অন এ প্লেন’ হলিউডের মুভিটি দেখলে একবার ভাবুন ‘র‌্যাট অন এ প্লেন’?

সম্প্রতি ভারতের পতাকাবাহী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এ ধরনের ঘটনা ঘটেছে। এয়ারলাইন কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।



সংবাদমাধ্যম জানায়, মুম্বাই থেকে লন্ডন অভিমুখী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের এক যাত্রী এর মধ্যে ইঁদুর দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এতে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ওই ফ্লাইটিকে ফেরত আসতে বলা হয়।

যদিও তন্নতন্ন করে খুঁজে এর ভেতরে শেষ পর্যন্ত কোনো ইঁদুরের অস্তিত্ব পাওয়া যায়নি।

জি. পি রাও নামে এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা বলেন, বাস্তবে ফ্লাইটের মধ্যে কোনো ইঁদুর পাওয়া যায়নি। তবুও যাত্রীদের নিরাপত্তার কারণে ফ্লাইটি উল্টো পথ ধরে। পরবর্তীতে অপর একটি ফ্লাইটে ২৪০ যাত্রীকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করানো হয়।

ইঁদুরের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয় কারণ, এটি প্লেনের যান্ত্রিক অংশে ঢুকে তার কেটে ফেললে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে।

ইঁদুর ‘ঘটনায়’ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের ফেরত আসার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৫ সালের জুলাইয়ে দিল্লি থেকে মিলানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর একই ‘আতঙ্কে’ ফ্লাইটিকে ফেরত আসতে হয়।

বাংলাদেশ সময়: ০৭০৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।