ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

রিজেন্ট এয়ারওয়েজের ১২ রুটের টিকেটে ১৫ শতাংশ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
রিজেন্ট এয়ারওয়েজের ১২ রুটের টিকেটে ১৫ শতাংশ ছাড় রিজেন্ট এয়ারওয়েজের ১২ রুটের টিকেটে ১২ শতাংশ ছাড়

চট্টগ্রাম: ঢাকা ট্রাভেল মার্ট ২০১৮ উপলক্ষে ৮টি আন্তর্জাতিক এবং ৪টি অভ্যন্তরীণ রুটে টিকেটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিনের এ আন্তর্জাতিক পর্যটন মেলা।

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া জানান, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, কলকাতা, কাঠমান্ডু, মাস্কাট, দোহা, দাম্মাম আন্তর্জাতিক রুট এবং চট্টগ্রাম, কক্সবাজার, যশোর ও সৈয়দপুর অভ্যন্তরীণ রুটে এ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

মেলায় রিজেন্টের প্যাভিলিয়ন থেকে বিশেষ ছাড়ের এ টিকেট পাওয়া যাবে।  

ঢাকা ট্রাভেল মার্টে রিজেন্ট এয়ারওয়েজের প্যাভেলিয়ন
এ ছাড়া বিভিন্ন রুটে ভ্রমণের জন্য সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় ট্যুর প্যাকেজও দিচ্ছে রিজেন্ট।  

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, আপডেট ১৭৫৫, মার্চ ২২, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।