ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের সিলেটগামী ফ্লাইট বাতিল, ৪টির সময় পুনঃনির্ধারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ২, ২০১৯
বিমানের সিলেটগামী ফ্লাইট বাতিল, ৪টির সময় পুনঃনির্ধারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন ও লোগো

ঢাকা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানবাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটগামী ফ্লাইট (বিজি ৪০৫/৪০৬) বাতিল করা হয়েছে।

রোববার (২ জুন) ভোর সাড়ে ৪টায় সিলেটগামী ওই ফ্লাইট বাতিল করা হয়। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বাংলানিউজকে এ জানান।

 

তিনি আরো জানান, রোবারের আরো চারটি ফ্লাইটের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। সৈয়দপুরগামী ফ্লাইট (বিজি৪৯৩/৪৯৪) দুপুর ১টায় ও বিজি৪৯৫/৪৯৬ সন্ধ্যা সোয়া ৬টায় এবং যশোরগামী বিজি ৪৬৫/৪৬৬ বিকেল ৪টায় ছেড়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ০২, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।