ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

নভো এয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, বিড়ম্বনায় যাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, জুন ১২, ২০১৯
নভো এয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, বিড়ম্বনায় যাত্রীরা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে মঙ্গলবার (১১ জুন) সকালে নভো এয়ারের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ছয় ঘণ্টার বিড়ম্বনায় পড়েন সৈয়দপুর-ঢাকা রুটের যাত্রীরা। 

সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, প্রতিদিন এ রুটে চলাচল করে নভো এয়ারের চারটি ফ্লাইট। সকাল সাড়ে ৮টায় ৬৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছায় নভো এয়ারের একটি ফ্লাইট।

সকাল ৯টায় ঢাকা-সৈয়দপুর রুটের যাত্রী নিয়ে ফিরে যাওয়ার কথা। যাত্রী নামানোর একপর্যায়ে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। সেটি সারাতে ব্যর্থ হয় স্থানীয় ইঞ্জিনিয়াররা। অকেজো উড়োজাহাজটি এয়ারপোর্টের এপ্রোনে রাখা হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার শাহিন হোসেন জানান, সকাল ৯টায় ঢাকা রুটের যাত্রীদের ছয় ঘণ্টা দেরির পর বিকেল ৩টায় নভো এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, জুন ১২, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।