ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ালো নভোএয়ার 

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুন ২০, ২০১৯
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ালো নভোএয়ার  গ্রাফিক্স ছবি

ঢাকা: অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়িয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।

বৃহস্পতিবার (২০ জুন) থেকে যশোর রুটে প্রতিদিন আরও একটি করে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

যাত্রী চাহিদার কারণে শিগগিরই কক্সবাজার ও সৈয়দপুর রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে পাঁচটি, কক্সবাজার রুটে পাঁচটি, যশোর রুটে পাঁচটি, সৈয়দপুর রুটে চারটি, সিলেট রুটে দু’টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২৫০০ টাকা, কক্সবাজার তিন হাজার ৯শ টাকা, সৈয়দপুর, যশোর, বরিশাল, সিলেট ও  রাজশাহীতে দুই হাজার ৭শ টাকা করে এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১ হাজার ৩শ টাকায় যাত্রী পরিবহন করছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এসআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।