ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

নতুন বছরে ইউএস-বাংলায় আসছে দ্বাদশ-ত্রয়োদশ উড়োজাহাজ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
নতুন বছরে ইউএস-বাংলায় আসছে দ্বাদশ-ত্রয়োদশ উড়োজাহাজ 

ঢাকা: নতুন বছরের শুরুতেই দেশের শীর্ষ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে এটিআর ৭২-৬০০ মডেলের দুটি প্লেন যুক্ত করা হবে।  

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানাইয় ইউ-এস বাংলা কর্তৃপক্ষ।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে জানুয়ারির তৃতীয় সপ্তাহে সরাসরি ইউএস-বাংলা এয়ারলাইন্সে দ্বাদশ এয়ারক্রাফট হিসেবে এটিআর ৭২-৬০০ এমএসএন ১৫৮৯ ও ত্রয়োদশ এয়ারক্রাফট হিসেবে এটিআর ৭২-৬০০ এমএসএন ১৫৯০ মডেলের উড়োজাহাজ দুটি যুক্ত হবে।

এগুলো আনা হচ্ছে ফ্রান্স থেকে।

বর্তমানে ইউ-এস বাংলায় ১৬৪ আসনের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪টি এটিআর ৭২-৬০০ ও ৩টি ড্যাশ ৮-কিউ ৪০০, অর্থাৎ মোট ১১টি এয়ারক্রাফট রয়েছে।
 
নিজেদের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার ব্যাপারে জানতে চাইলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম বলেন, নতুন বছরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে আমাদের। ইউএস-বাংলা এয়ারলাইন্স একমাত্র দেশীয় উড়োজাহাজ সংস্থা, যা ব্রান্ডনিউ এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের সেবা দিয়ে চলেছে। ভবিষ্যতে জেদ্দা, দাম্মাম, রিয়াদ, হংকং, দিল্লি, কলম্বো ও মালেসহ বিভিন্ন রুটে আমাদের ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।  

২০১৪ সালের ১৭ জুলাই ‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে ইউ-এস বাংলা। অভ্যন্তরীণ রুট ছাড়াও এরই মধ্যে তারা সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা চেন্নাই ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
টিএম/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।