ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

একবছরে বিমানের নিট মুনাফা ২১৮ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
একবছরে বিমানের নিট মুনাফা ২১৮ কোটি টাকা

ঢাকা: ২০১৮-২০১৯ অর্থবছরে ২১৮ কোটি টাকা নিট মুনাফা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা গত সোমবার (৩০ ডিসেম্বর) বিমানের প্রধান কার্যালয় বলাকায় অনুষ্ঠিত হয়।

সভায় ২০১৮-১৯ অর্থবছরে (কর পরিশোধ করেও) নিট ২১৮ কোটি টাকা মুনাফা ঘোষণা করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী।



বার্ষিক সাধারণ সভায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মোকাব্বির হোসেন, কোম্পানি সচিব কাজী আতিকুর রহমান, পরিচালনা পর্ষদের সব সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের শেয়ার হোল্ডার ও বিমানের ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।