ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

ইবিএল কার্ডে ইউএস-বাংলার টিকিটে ১০ শতাংশ ছাড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
ইবিএল কার্ডে ইউএস-বাংলার টিকিটে ১০ শতাংশ ছাড়

ঢাকা: বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ড দিয়ে টিকিট কিনলেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে ১০ শতাংশ মূল্য ছাড় পাবেন যাত্রীরা। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত এ অফার ভোগ করতে পারবেন গ্রাহকরা।

বুধবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইবিএলের সব ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড দিয়ে পেমেন্ট করলে এ সুবিধা ভোগ করা যাবে।

এ অফার শুধু অভ্যন্তরীণ রুটে ভ্রমণের জন্য প্রযোজ্য হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিটি সেলস অফিস থেকে এ টিকিট ক্রয় করতে হবে। বিস্তারিত তথ্য ইবিএল অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।