ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এভিয়াট্যুর

মুজিব পদক পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
মুজিব পদক পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম মুজিব পদক পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম

ঢাকা: অ্যাভিয়েশন সেক্টরে বিশেষ অবদান রাখার জন্য মুজিব শতবর্ষ উপলক্ষে মুজিব পদক-২০২০ পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।  

শনিবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে এই পদক তুলে দেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত্।

 

মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন ও মাদার তেরেসা স্মৃতি ফাউন্ডেশন যৌথ ভাবে এই পদক প্রদান করে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লায়ন মো. মাসুদুর রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
টিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।