ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

আগামী বছর আ’লীগের দলীয় বাজেট ১২ কোটি ৫৬ লাখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, অক্টোবর ১৬, ২০১৬
আগামী বছর আ’লীগের দলীয় বাজেট ১২ কোটি ৫৬ লাখ

ঢাকা: আগামী এক বছরের জন্য আওয়ামী লীগের দলীয় বাজেট, আসন্ন কাউন্সিল এবং নতুন ভবন নির্মাণের বাজেট পাস করেছে দলটি।

দল পরিচালনার জন্য আগামী বছরে খরচ ১২ কোটি ৫৬ লাখ টাকা।

একই সঙ্গে আসন্ন ২০কম কাউন্সিলের জন্য ২ কোটি ৬৫ লাখ টাকা এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ৫ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় এসব বাজেট পাস করা হয়। যাতে সভাপতিত্বে ছিলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ