ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫১, অক্টোবর ২৬, ২০১৬
বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

বগুড়া: বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।


 
মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ সিদ্বান্ত জানানো হয়েছে।
 
প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ৭দিনের মধ্যে সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের জন্য ছাত্রলীগ বগুড়া জেলা শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।  
 
মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস কেন্দ্রিয় কমিটির এ সিদ্ধান্তের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
 
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমবিএইচ/পিসি
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ