ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

অা’লীগের নবনির্বাচিত নেতাদের বনানী কবরস্থানে শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৭, অক্টোবর ২৭, ২০১৬
অা’লীগের নবনির্বাচিত নেতাদের বনানী কবরস্থানে শ্রদ্ধা ছবি- জি এম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: ৭৫’র ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধুর সহধর্মিনী ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সব শহীদদের প্রতি বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতারা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় কমিটির নব নির্বাচিত নেতারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তারা প্রতিটি কবরে ফুল ছিটিয়ে দেন। শ্রদ্ধা শেষে সুরা ফাতেহা পাঠ করে মোনাজাত করা হয়।

এতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ফারুক খান, অাব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অাবু সাঈদসহ নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ