ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় আজিজুল হক কলেজ ছাত্রলীগের নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, অক্টোবর ২৭, ২০১৬
বগুড়ায় আজিজুল হক কলেজ ছাত্রলীগের নতুন কমিটি

বগুড়া: বিলুপ্ত ঘোষণার তিনদিনের মাথায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।
 
কে এম মোজাম্মেল হক বুলবুলকে সভাপতি ও রাকিবুল হাসান অর্ককে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

পাশাপাশি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় এই কমিটি ঘোষণা করেন।
 
বিকেল সাড়ে ৪টায় জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস বাংলানিউজকে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার (২৫ অক্টোবর) আজিজুল হক কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি কলেজ ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ