ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
 ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা অনুষ্ঠান ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী/ছবি-বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে।

বুধবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

এরপর সকাল ৮টায় ঢাবি কার্জন হলে কেক কাটেন সংগঠনের নেতা-কর্মীরা।

সকাল ১০টা থেকে অপরাজেয় বাংলাদেশের পাদদেশে শুরু হয় সমাবেশ।

বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও একেএম এনামুল হক শামীমসহ ছাত্রলীগের সাবেক নেতারা।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬

এসকেবি/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ