ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

মানিকগঞ্জে ছাত্রলীগের জঙ্গিবিরোধী মিছিল-সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৬, মার্চ ২৮, ২০১৭
মানিকগঞ্জে ছাত্রলীগের জঙ্গিবিরোধী মিছিল-সমাবেশ মানিকগঞ্জে ছাত্রলীগের জঙ্গিবিরোধী মিছিল-সমাবেশ

মানিকগঞ্জ: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানা গড়ে দেশের উন্নয়ন বাধাগ্রস্তের চেষ্টা করার প্রতিবাদে মানিকগঞ্জে জঙ্গিবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেচে ছাত্রলীগ।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সমাবেশ হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ