ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

ওবায়দুল কাদের জানালেন, কাদের কপাল পুড়ছে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, এপ্রিল ৩০, ২০১৭
ওবায়দুল কাদের জানালেন, কাদের কপাল পুড়ছে! আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ঢাকা: ক্ষমতাসীন দলের অনেক সিটিং এমপিরই কপাল পুড়ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন তালিকা থেকে নিশ্চিতভাবেই বাদ পড়ছেন তারা। কিন্তু কেনো? কি কারণে সিটিং এমপিদেরই বসিয়ে দিতে চাইছে ক্ষমতাসীনরা? ২০১৯ সালের নির্বাচনী প্রস্তুতি কি এরইমধ্যে শুরু হয়ে গেলো? পর্যায়ক্রমে বিভিন্ন জেলা থেকে দলের এমপিদের ডেকে কি বলছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের?

তাহলে কি মনোনয়নের ক্রাইটেরিয়া সব পূরণ করতে পারছেন না বর্তমান এমপিরা? যোগাযোগ কি কমে গেছে নির্বাচনী এলাকার সঙ্গে? ধস নেমেছে কি জনপ্রিয় নেতার জনপ্রিয়তায়? কোন্ কোন্ ক্রাইটেরিয়াকে মনোনয়নের জন্য ‍অপরিহার্য ভাবছে কেন্দ্র?

বাংলানিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলানিউজে।

আজ রোববার (৩০ এপ্রিল) রাতেই পড়ুন তার এক্সক্লুসিভ ইন্টারভিউ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ