ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, মে ৮, ২০১৭
নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান।

রোববার (৭ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এ কমিটি অনুমোদন করেন।

পরে সোমবার (৮ মে) দুপুরে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন- অনিক সরকার সনি, নুরে রাব্বি মোরাদ, তানভির আহমেদ পাপ্পু, মো. রিপন চৌধুরী। যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. নয়ন মন্ডল, নাজমুস সাকিব, সুব্রত কুমার চক্রবর্তী, আকাশ চক্রবর্তী।

সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ইসমত জাহান হিমি ও দেবি দাস গুপ্ত।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমএএএম/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ