ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

বাঘাইছড়িতে কাচালং কলেজ ছাত্রলীগ সা. সম্পাদককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, জুলাই ২৪, ২০১৭
বাঘাইছড়িতে কাচালং কলেজ ছাত্রলীগ সা. সম্পাদককে অব্যাহতি খোরশেদ আলম

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  মো. খোরশেদ আলমকে সাংগঠনিক সব দায়িত্ব ও কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুলাই) রাতে উপজেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খোরশেদ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোরশেদ আলমের সব সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। তার ব্যক্তিগত এবং অনৈতিক কোনো কর্মকাণ্ডের দায়ভার উপজেলা ছাত্রলীগ বহন করবে না।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অভিষেক চাকমা বাংলানিউজকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কলেজে বিশৃঙ্খলায় জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগ খোরশেদকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ