ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

জাতীয় শোক দিবস পালনে খাগড়াছড়িতে প্রস্তুতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, আগস্ট ১০, ২০১৭
জাতীয় শোক দিবস পালনে খাগড়াছড়িতে প্রস্তুতি সভা খাগড়াছড়ি জেলা যুবলীগের উদ্যোগে শোক দিবস পালনে প্রস্তুতি সভা

খাগড়াছড়ি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৪২তম বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে খাগড়াছড়িতে প্রস্তুতিও আলোচন‍া সভা অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি জেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে পৌর টাউন হল চত্বরে এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

সভায় জেলা যুবলীগের সভাপতি যতন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুন্নবী চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, যুগ্ম সম্পাদক নির্মলেন্দু চৌধ‍ুরী, সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন দে, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিগার সুলতানা ও সাংগঠনিক সম্পাদক বাসন্তি চাকমা প্রমুখ।

এরআগে, পৌর টাউন হল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ