ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

কুলাউড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৯, আগস্ট ২৪, ২০১৭
কুলাউড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্রলীগের সভাপতি জেবু আহমদ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিলের প্রস্তুতির সময় দুই পক্ষে মধ্যে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষ বাঁধে।

পুলিশ জানায়, দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের একটি গ্রুপ মিছিল করতে গেলে অন্য গ্রুপের কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

এ সময় মিজান নামে ছাত্রলীগের ছুরি দিয়ে সভাপতি জেবু আহমদকে আঘাত করেন। ছুরিকাঘাতে আহত জেবু বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ