ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, নভেম্বর ১১, ২০১৭
বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

ব‌রিশাল: যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল নগরে বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়েছে।

নগরের সোহেল চত্বরস্থ আওয়ামী লীগে দলীয় কার্যালয়ের সামনে থেকে শনিবার (১১ নভেম্বর) দুপুরে  র‌্যালিটি বের করা হয়।  

র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সোহেল চত্বরে এসে শেষ হয়।

এরআগে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মেজবাউদ্দিন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কেএম জাহাঙ্গীর এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর যুবলীগ যুগ্ম-আহ্বায়ক শাহিন সিকদার, সাবেক জেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত প্রমুখ।

কর্মসূচির শুরুতে বেলুন-ফেস্টুন উড়িয়ে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।  

বাংলা‌দেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ