ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

পটুয়াখালীতে ছাত্রলীগের বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, ডিসেম্বর ৭, ২০১৭
পটুয়াখালীতে ছাত্রলীগের বিক্ষোভ-মিছিল জেলা ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ-মিছিল

পটুয়াখালী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ-মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।  

জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী সরকারি কলেজের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

এতে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান সিকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক মো. ইকবাল হোসেন ভুঁইয়া, কলেজ ছাত্রলীগ নেতা মো. লুৎফর রহমার রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ