ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

ভয় দেখিয়ে নয়. ভালোবাসা দিয়ে জয় করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, জানুয়ারি ১৩, ২০১৮
ভয় দেখিয়ে নয়. ভালোবাসা দিয়ে জয় করতে হবে পৌর যুবলীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মানুষকে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হবে। দলের নেতা-কর্মীদের সরকারের উন্নয়ন ও আগামী দিনের পরিকল্পনার কথা জনগণের কাছে তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইতে হবে। 

শনিবার (১৩ জানুয়ারি) রাতে ৯টার দিকে সিংড়া পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত পৌর যুবলীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

পৌর যুবলীগের সভাপতি মো. সোহেল তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ ১২টি ওয়ার্ড সভাপতি ও সম্পাদকরা।

 

সন্ধ্যা ৭টা থেকে শুরু করে রাত সাড়ে ১ টা পর্যন্ত চলে এ বর্ধিত সভা।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ