ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা পরিণত হবে জনসমুদ্রে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা পরিণত হবে জনসমুদ্রে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ

খুলনা: ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেছেন, আগামী ৩ মার্চ খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা পরিণত হবে জনসমুদ্রে। আর এ জনসভা সফল করতে সর্বোত্তক ভূমিকা পালন করবে ছাত্রলীগ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জনসভা সফল করার লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ছাত্রলীগের কেন্দ্রিয় সহ-সভাপতি ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন সভায় সভাপতিত্ব করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সভাপতি এসএম আমিনুল ইসলাম, চৈতালী হালদার চৈতি, এসএম আব্দুর রহিম তুহিন, ডা. তোফাজ্জেল হক চয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম শাহেদ।

স্বাগত বক্তব্য রাখেন- খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, প্রস্তুতি সভা পরিচালনা করেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এবং খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন।

প্রস্তুতি সভায় খুলনার বিভাগের বিভিন্ন জেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ