ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, মে ১২, ২০১৮
সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কারা অংশ নেবে আর কারা না নেবে সেটা আওয়ামী লীগের দেখার বিষয় নয়। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। যারা গণতন্ত্র ও সংবিধান মানে না তাদের সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না।

শনিবার (১২ মে) দুপুরে ঝালকাঠির পৌর শহরের সানাই কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ একটি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

যারা এদের প্রশ্রয় দেয়, তাদের সঙ্গে জাতীয় ঐক্য করা সম্ভব নয়।  

তিনি বলেন, ২০১৯ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। যারা দেশের ভালো চায় না তারা আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রা দেখে ঈর্ষান্নিত।  

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, জেলা শ্রমিক লীগের সভাপতি মোবারক হোসেন মল্লিক প্রমুখ।

এদিকে বিকেলে ২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে আকলিমা মোয়েজ্জেম হোসেন কলেজের চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিল্পমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ১২, ২০১৮
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ