ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৭, জুন ১৬, ২০১৮
বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জন বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জনের সার। তাদের আন্দোলনে জনগণ সাড়া দেবে না। বিএনপির তুমুল আন্দোলনের রঙিন খোয়াব কুর্পূরের মত বাতাসে উবে যাবে।

শনিবার (১৬ জুন) সকালে মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের কোনো ইস্যু নেই।

তারা ইস্যু খোঁজার চেষ্টা করছে। তাদের নেত্রী খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে আন্দোলনের পাঁয়তারা করছে। এতে তারা রাজনৈতিক মাঠে হাকডাক দেওয়ার চেষ্টা করলেও তাতে সাধারণ জনগণ কোনো সাড়া দেবে না।

এসময় মন্ত্রীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার সাধারণ জনগণ ঈদের নামাজ আদায় করেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ