ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

জামালপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, জুলাই ৮, ২০১৮
জামালপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম আহত খলিলুর রহমান

জামালপুর: জামালপুরে শহরে বাগেরহাট্টা রেলক্রিসিং এলাকায় খলিলুর রহমান (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ জুলাই) রাতে জামালপুর শহর থেকে বাড়ি ফেরার পথে এ হামলা চালানো হয়। আহত খলিলুর জামালপুর শহর আওয়ামী লীগের সদস্য।

জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান বাংলানিউজকে বলেন, জামালপুর শহর থেকে বাড়ি ফেরার পথে শহরের বাগেরহাট্টা বটতলী রেলক্রসিং এলাকায় পৌঁছিলে অন্ধকারের মধ্যে মোটরসাইকেলে আসা তিন যুবক খলিলের ওপর ধারালো রাম দা দিয়ে অতর্কিত হামলা চালায়। এরপর দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম বাংলানিউজকে জানান, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ