ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

শিক্ষার্থী সংলাপ-নির্বাচনী কর্মীসভা করছে ঢাবি ছাত্রলীগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, নভেম্বর ২০, ২০১৮
শিক্ষার্থী সংলাপ-নির্বাচনী কর্মীসভা করছে ঢাবি ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মীসভা’র কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২০ নভেম্বর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাংলানিউজকে বলেন, আসন্ন সংসদ নির্বাচনে যেন শিক্ষার্থীদের মতামত পরিলক্ষিত হয় সেজন্য আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি।

বিশ্ববিদ্যালয়ের সব হল, অনুষদ, বিভাগ, ইনিস্টিটিউট শাখায় এ কর্মসূচি পালিত হবে।

সাদ্দাম হোসেন বলেন, সংলাপে আমরা শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলবো। তাদের প্রত্যাশার কথা শোনবো। পাশাপাশি শিক্ষার্থীদের মতামতগুলো যেন নির্বাচনী ইশতেহারে প্রকাশ পায় আমরা সেই ব্যবস্থা করবো।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ