ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

বৈদেশিক বিনিয়োগের তথ্য পাঠানোর সময় কমলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
বৈদেশিক বিনিয়োগের তথ্য পাঠানোর সময় কমলো

ঢাকা: বৈদেশিক বিনিয়োগ সম্পর্কিত তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠানোর সময় ১০ দিন কমলো। আগে প্রতি তিন মাস পরবর্তী এক মাসের মধ্যে বৈদেশিক বিনিয়োগের তথ্য পাঠা‌নোর নির্দেশনা ছিল।

এখন থেকে তিন মাস শেষ হওয়ার পরবর্তী ২০ দিনের মধ্যে বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ সম্পর্কিত সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, সব সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) গ্রহণকারী গ্রাহক প্রতিষ্ঠান কর্তৃক যথাযথভাবে প্রেরণকৃত এফডিআই রিপোর্টিং ফরম-১ ও সংশ্লিষ্ট সহায়ক দলিলাদি এবং বর্হিমুখি এফডিআই প্রেরণকারী প্রতিষ্ঠান কর্তৃক যথাযথভাবে প্রেরণকৃত এফডিআই রিপোর্টিং ফরম-২ সংশ্লিষ্ট সহায়ক দলিলাদি প্রতি তিন মাস পরবর্তী এক মাসের পরিবর্তে ২০ দিনের মধ্যে তাদের সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংকে দাখিল করতে হবে।

এছাড়া সব এফডিআই গ্রহণকারী গ্রাহক প্রতিষ্ঠানের দাখিলকৃত এফডিআই রিপোর্টিং ফরম-১ এবং সকল আউটওয়ার্ড এফডিআই প্রেরণকারী প্রতিষ্ঠানের দাখিলকৃত এফডিআই রিপোর্টিং ফরম-২ অনুমোদিত ডিলার ব্যাংক (রিপোর্টিং ব্যাংক) কর্তৃক যাচাই-বাছাই শেষে অন্তর্মুখী ও বহির্মুখী প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে যথাযথভাবে পূরণপূর্বক তা অনলাইনের মাধ্যমে প্রতি তিন মাস পরবর্তী এক মাস ১৫ দিনের পরিবর্তে এক মাসের মধ্যে এফডিআই রিপোর্টিং ফরমের হার্ড কপিসহ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এফআইইডি ম্যানেজমেন্ট বিভাগে দাখিল করতে হবে। চলতি বছরের জানুয়ারি-মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
জেএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।