ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

‘রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট প্রকাশ হবে ২২ সেপ্টেম্বর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, সেপ্টেম্বর ১৮, ২০১৬
‘রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট প্রকাশ হবে ২২ সেপ্টেম্বর’

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ২২ সেপ্টেম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

গত মাসের শেষ দিকে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ঈদুল আজহার পর রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

স‍ূত্র মতে, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের ওয়েবসাইটে এ প্রতিবেদন দেওয়া হবে।

রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন গত ৩০ মে অর্থমন্ত্রীর কাছে এ প্রতিবেদন জমা দেন।

গত ৪ ফেব্রুয়ারি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একশ’ কোটিরও বেশি মার্কিন ডলার চুরির চেষ্টা করে সাইবার অপরাধী চক্র। তবে তারা প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের ম্যানিলার রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের চারটি অ্যাকাউন্টে পাচারে সমর্থ হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।