ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিএনপি

বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, অক্টোবর ২৭, ২০১৬
বগুড়ায়  যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বগুড়া: নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের নবাববাড়ী রোডের সংগঠনটির কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদলের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া সভায় যুবদল নেতা আব্দুল বারি, শাহনেওয়াজ সাজন, শহর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম ফুয়াদ, সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সান্টু, শহর যুবদল নেতা মনোয়ার হোসেন হিরা, মহররম হোসেন টফিন, সুরুজ্জামান সুরুজ, মাহফুজ আলম মিলন, নজরুল ইসলাম নজু, আব্দুল জলিল, আব্দুর রহিম বাবু, শামীম, আলতাব হোসেন, শাকিল ইসলাম তনি,  আব্দুল হান্নান, কাজল, ফয়সাল, এমদাদুল হক বাপ্পি, তন্ময়, রনি, খলিল, মিল্টন, সুনাম, জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।